ছবি : মীর ফরিদ
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবাদত হোসেন ও সাকিব আল হাসানের সৌজন্যে দিনের শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। গতকালের দুই অপরাজিত ব্যাটারই ফিরে গেছেন সাজঘরে।
২ উইকেটে ১৪৩ রান নিয়ে খেলতে নামা শ্রীলঙ্কাকে দিনের আজকের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ধাক্কা দেন এবাদত।
বিজ্ঞাপন
প্রতিবেদন লেখার সময় সফরকারীদের স্কোর ৪ উইকেটে ১৬৫ রান। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯৯ রানের ইনিংস খেলা অ্যাঞ্জেলো ম্যাথুস ১২ রানে ব্যাট করছেন। তার সঙ্গে যোগ দিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা।
উল্লেখ্য, বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৩৬৫ রান করে। বাংলাদেশের চেয়ে আরো ২০০ রানে পিছিয়ে আছে লঙ্কানরা, হাতে আছে ৬ উইকেট।