আবারও মোহনবাগানের সমান পয়েন্ট নিয়ে এএফসি কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হল বসুন্ধরা কিংসকে। তিন ম্যাচে দুই দলের সমান ছয় পয়েন্ট হলেও মুখোমুখি দেখায় এগিয়ে থাকায় গ্রুপ সেরা হয়েছে ভারতের ক্লাবটি। গত আসরেও সমান ৫ পয়েন্ট করে থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বাদ পড়তে হয়েছিল কিংসকে।
মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে রবসন রোবিনহোর জাদুতে গোকুলাম কেরালাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হওয়ার আশা বাঁচিয়ে রেখেছিল বসুন্ধরা কিংস।
বিজ্ঞাপন
মোহনবাগানকে যদি আটকে দিতে পারতো মাজিয়া সেক্ষেত্রে পরের রাউন্ডে যেত কিংস। কিন্তু অমন সমীকরণের ম্যাচে মাজিয়াকে পাত্তাই দেয়নি বাগান। প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও তিন বার মাজিয়ার জালে বল পাঠায় বাগান। জোড়া গোল করেছেন জনি কাউকো, একটি করে গোল শুভাশিস বোস, রয় কৃষ্ণা ও কার্ল ম্যাকহিউর। মাজিয়ার হয়ে দুই গোল শোধ দেন স্প্যানিশ মিডফিল্ডার টানা।
ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মাজিয়াকে ১-০ গোলে হারায় কিংস, এরপর মোহনবাগানের কাছে ৪-০ ব্যবধানের হার কপাল পুড়িয়েছে অস্কার ব্রুজোনের দলের।