ছবি : ক্রিকইনফো
ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন লিটন কুমার দাস। ব্যাটে বইছে রানের বন্যা। বাংলাদেশ তো বটেই, চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ৯১৫ রান লিটনের। তার ধারেকাছে কেউ নেই।
বিজ্ঞাপন
আজ মঙ্গলবার ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে লিটন দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়েছিল এত পেছনে ব্যাট করাটা ঠিক হচ্ছে কি না। জবাবে লিটন বলেন, 'আমি যে এ বছর রান করলাম, কততে নেমে করেছি?' ওপরে ব্যাট করলে আরো ভালো হতো কি না―এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আস্তে আস্তে সুযোগ আসছে তো। সুযোগ আরো আসবে। বড় ভাইয়েরা যখন কেউ না কেউ খেলবে না, তখন আমাকে সুযোগ দেওয়া হবে। এখন আমি (সুযোগ) দেখছি না ওপরে যাওয়ার মতো। '
লিটনে কথার মানে দাঁড়ায়, সাকিব-তামিম-মুশফিকরা খেলা ছাড়ার পর তাকে হয়তো ওপরের দিকে উঠিয়ে আনা হবে। এখন নিজের ব্যাটিং পজিশন নিয়ে তিনি সন্তুষ্ট। এ পর্যায়ে লিটনের পছন্দের পজিশন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'ভালো আছি, যেখানে আছি ভালো আছি। ' ১৪১ রানের ইনিংসে দারুণ সব পুল শট খেলেছেন লিটন। এই শট এত নান্দনিক হওয়ার রহস্য জানাতে গিয়ে বলেন, 'একেক খেলোয়াড়ের একেক রকম শট থাকে। আমার কাছে মনে হয় আমি গত এক-দেড় বছরে ভালোই পুল শট খেলছি। আত্মবিশ্বাস ছিল দেখে আমি খেলে গেছি। '