এশিয়ান কাপ বাছাইয়ের আগে বসুন্ধরা কিংস অ্যারেনায় ঘাম ঝরাচ্ছেন প্রাথমিক স্কোয়াডে থাকা ফুটবলাররা। মাঝে এক দিন বিরতি দিয়ে সপ্তম দিনের মতো আজ অনুশীলন করেছেন জাফর-পাপনরা। বাছাইয়ে যাতে ভালো পারফরম্যান্স উপহার দেওয়া যায় সে লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ফুটবলাররা, এমনটাই জানালেন ফরোয়ার্ড জাফর ইকবাল।
এশিয়ান কাপ বাছাইয়ের আগে ইন্দোনেশিয়ায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বিজ্ঞাপন
প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন মিডফিল্ডার পাপন সিং। ক্লাব ও জাতীয় দলের পার্থক্য টের পেয়েছে তিনি, 'ক্লাব ও জাতীয় দলের অনুশীলনে অনেক পার্থক্য। এখানে ডিফেন্ডিং, অ্যাটাকিংয়ে কঠোর পরিশ্রম করতে হয়। অনুশীলন খুব ভালো লাগছে। সব কিছু খুবই শৃঙ্খলাবদ্ধ। '
জামাল ভুঁইয়া, সোহেল রানা, মাশুক মিয়া জনি, বিপলুদের ভিড়ে মিডফিল্ডার হিসেবে দলে জায়গা করে নেওয়া যে চ্যালেঞ্জের ব্যাপার সেটাও জানেন পাপন, 'কোচ ভালো অনুশীলন করাচ্ছেন, আক্রমণাত্মক খেলার কৌশল শেখাচ্ছেন। সেরা একাদশে সুযোগ পাওয়া অবশ্যই কঠিন, দলের মধ্যে জায়গা পাওয়ার চ্যালেঞ্জ থাকা ভালো। '