ছবি : ক্রিকইনফো
ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিচ্ছেন লিটন দাস। ক্যারিয়ারের দারুণ সময় কাটানো এই তরুণ এখন দায়িত্বশীল, ধারাবাহিক এবং অবশ্যই আরও নান্দনিক। ব্যাট হাতে দুরন্ত ছন্দে থাকা লিটন দাসের ব্যাটিং যেন শিল্পীর তুলির আঁচড়। চলতি ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ব্যাট দিয়ে আলপনা এঁকে খেললেন ১৪১ রানের ইনিংস।
বিজ্ঞাপন
আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মাঠের ভেতরের চাপ নিয়ে কথা বলতে গিয়ে মাঠের বাইরের চাপ নিয়ে নিজের ভাবনা জানান লিটন, 'সমালোচনা- এই জিনিসটা হবে। আমার যেহেতু জীবনটা ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়ে গেছে, ভালো খেললে আপনারা বাহবা দিবেন বা জনগণ বাহবা দিবে। খারাপ খেললে একই জিনিসটা (প্রতিক্রিয়া) দিবে। কারণ, তারা চায় আমি পারফর্ম করি। এই জিনিসটা এখন আর আমাকে ভাবায় না। '
নিজের সাফল্যের রহস্য নিয়ে বলেন, 'আমি চেষ্টা করি, আমি কতখানি মনযোগী, অনুশীলনের পদ্ধতিটা আমি নিয়মিত অনুসরণ করছি কিনা। আমি যদি আমার প্রক্রিয়া অনুসরণ না করি, তাহলে নিজের কাছে দোষী (থাকব) যে, আমি করছি না। প্রক্রিয়া অনুসরণ করার চেষ্টা করি, বাকিটা উপরওয়ালার হতে। ' খারাপ সময়ে কে পাশে থাকে- এমন প্রশ্নে তিনি বলেন, 'কেউ কাউন্সেলিং করে না। মানসিকভাবে শক্ত আসলে তখনই হয়, যখন কেউ ব্যর্থ হয়। মানুষ উন্নতিটা ওখান থেকেই করে। আপনি ব্যর্থ না হলে বুঝবেন না আপনার মানসিকতা কোনদিকে যাচ্ছে। '