kalerkantho

সোমবার । ২৭ জুন ২০২২ । ১৩ আষাঢ় ১৪২৯ । ২৬ জিলকদ ১৪৪৩

উঁচু মানের ফুটবল খেলেনা ব্রাজিল-আর্জেন্টিনা, বলছেন এমবাপ্পে

অনলাইন ডেস্ক   

২৪ মে, ২০২২ ২০:০৭ | পড়া যাবে ২ মিনিটেউঁচু মানের ফুটবল খেলেনা ব্রাজিল-আর্জেন্টিনা, বলছেন এমবাপ্পে

কাতার বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা অংশ নিলেও বিশ্লেষকরা বলছে, এবারও ইউরোপিয়ান দলগুলো দাপট দেখাবে। বিশ্লেষকদের এমন মন্তব্যের যথেষ্ট কারণ আছে,কেনোনা সর্বশেষ চার বিশ্বকাপই ঘরে তুলেছে ইউরোপের চারটি দেশ। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের ফুটবলে ইউরোপের চেয়ে বেশ পিছিয়ে পড়েছে লাতিনের দেশগুলো। মাঠের খেলায়ও তা চোখে পড়ার মত।

বিজ্ঞাপন

লাতিন অঞ্চলের দেশগুলোকে নিয়ে, বিশেষ করে ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পে। তাঁর মতে, এখন উঁচু মানের ফুটবল খেলেনা তাঁরা।

বিশ্ব ফুটবলে এখন আলোচিত নাম কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের প্রস্তাবে সাড়া না দিয়ে পিএসজির সঙ্গে তিন বছরের চুক্তি বাড়িয়েছেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। ফ্রেঞ্চ ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করে ব্যস্ত সময় পার করছেন এমবাপ্পে। কথা বলছেন বিভিন্ন বিষয় নিয়ে। সেখানেই উঠে এসেছে কাতার বিশ্বকাপে লাতিন আমেরিকা অঞ্চলের দলগুলোর কথা। আর্জেন্টাইন গণমাধ্যম টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাতকারে এমবাপ্পে বলেছেন,'ব্রাজিল ও আর্জেন্টিনা উঁচু মানের ফুটবল খেলে না। আমি মনে করি ব্রাজিল ভাল দল। ইউরোপেরও কয়েকটি দল বেশ ভাল। কিন্তু সুবিধা হচ্ছে, ইউরোপে সবসময় উঁচু মানের ফুটবল খেলা হয়। উদাহরণ হিসেবে, আমাদের নেশন্স লিগ আছে। যখন বিশ্বকাপ শুরু হবে তাঁর আগেই আমরা প্রস্তুত হব। '

এমবাপ্পে মনে করেন, লাতিন অঞ্চলের দলগুলো ইউরোপের মত এত এগিয়ে যেতে পারেনি। তিনি আরও বলেন,'আর্জেন্টিনা এবং ব্রাজিল বিশ্বকাপে পৌঁছানোর জন্য উঁচু মানের ম্যাচ খেলে না। দক্ষিণ আমেরিকায়, ফুটবল ইউরোপের মতো উন্নত নয়। কারণ আপনি গত কয়েক বিশ্বকাপের দিকে তাকান, সবগুলাই ইউরোপিয়ানরাই জয়ী হয়েছে। 'সাতদিনের সেরা