আর্জেন্টিনা জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে স্পেনে পৌঁছেছেন লিওনেল মেসি। আগামী ১ জুন ইংল্যান্ডের ওয়েম্বলিতে 'ফিনালিস্সিমা’ নামের ম্যাচটিতে ইতালির মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগে স্পেনের বিলবাওতে ক্যাম্প করবে আলবেসেলিস্তারা।
ক্যাম্পে যোগ দিতে আজ সকালে স্পেনে পা দিয়েছেন লিওনেল মেসি, আনহেল ডি মারিয়াসহ বেশ কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়।
বিজ্ঞাপন
একনজরে আর্জেন্টিনা স্কোয়াড :
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (আটালান্টা), জেরোনিমো রুলি (ভিয়ারিয়াল) ও ফ্রাংকো আর্মানি (রিভার প্লেট)।
রক্ষণভাগ : গঞ্জালো মন্টিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (উদিনেস), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম), মার্কোস সেনেসি (ফেয়েনুর্ড), জার্মান পেজেল্লা (রিয়াল বেটিস), লিসান্দ্র মার্টিনেজ (আয়াক্স), নিকোলাস তালিয়াফিকো (আয়াক্স), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নাহুয়েন পেরেজ (উদিনেস) ও মার্কোস আকুনা (সেভিয়া)।
মধ্যমাঠ : গুইদো রদ্রিগেজ (রিয়াল বেটিস), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন), রদ্রিগো ডি পল (অ্যাতলেতিকো মাদ্রিদ), এজেকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন) ও জিওভান্নি লো সেলসো (ভিয়ারিয়াল)।
আক্রমণভাগ : লিওনেল মেসি (পিএসজি), আলেহান্দ্রো পাপু গোমেজ (সেভিয়া), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্তিনা), অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি), অ্যাঞ্জেল কোরেয়া (অ্যাতলেতিকো মাদ্রিদ), পাওলো দিবালা (জুভেন্টাস), হুয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ (রিভার প্লেট) ও লওতারো মার্টিনেজ (ইন্টার মিলান)।