kalerkantho

সোমবার । ২৭ জুন ২০২২ । ১৩ আষাঢ় ১৪২৯ । ২৬ জিলকদ ১৪৪৩

সমালোচনা নয়; ক্রিকেটারদের প্রশংসাই করলেন ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক   

২৪ মে, ২০২২ ১৭:৩৭ | পড়া যাবে ২ মিনিটেসমালোচনা নয়; ক্রিকেটারদের প্রশংসাই করলেন ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট

এবারের আইপিএলে অল্পের জন্য প্লে-অফে উঠতে পারেনি দিল্লি ক্যাপিটালস। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শেষ ম্যাচটি জিততে পারলেই তারা শেষ চারে পৌঁছে যেত। কিন্তু ডিআরএস নেওয়ার ক্ষেত্রে একটা ছোট ভুল করে ফেলেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। শার্দূল ঠাকুরের বলে ডেভিডের ক্যাচ নিয়েছিলেন ঋষভ।

বিজ্ঞাপন

আম্পায়ার আউট দেননি। যদিও সেটি আউট ছিল।  অনেকের মতে, এ সময় ঋষভ রিভিউ না নেওয়ায় ম্যাচটা দিল্লির হাতছাড়া হয়ে যায়। কিন্তু ঋষভের সমালোচনা মানতেই পারছেন না সৌরভ গাঙ্গুলি।

আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে বিসিসিআই প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়েছিল, ঋষভ জাতীয় দলে ধোনির মতো কিপিং গ্লাভস হাতে অবদান রাখতে পারবেন কি না? জবাবে সৌরভ বলেন, 'দয়া করে ধোনির সঙ্গে ঋষভের তুলনা করবেন না। ধোনির অভিজ্ঞতার একটু দাম দিন! আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ধোনি পাঁচ শর বেশি ম্যাচে অধিনায়কত্ব করেছে। ধোনির অভিজ্ঞতা ঋষভকে অর্জন করতে হলে এখনো অনেক সময় লাগবে। ফলে এখনই কোনো তুলনা করা উচিত হবে না। '

মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচটিতে ডিআরএস না নেওয়ার প্রসঙ্গ টেনে সৌরভ আরো বলেন, 'যেকোনো ক্রিকেটারেরই ভুল হবে। প্রত্যেক দিন মাঠে নামবে, প্রত্যেক দিন পারফর্ম করবে, সেখানে তো দু-একটা ভুল হওয়াই স্বাভাবিক। প্রত্যেকেই তো মানুষ, কেউ তো আর পারফেক্ট নয়। ফলে ভুল থাকবেই। ' পাশাপাশি জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মারও প্রশংসা করেছেন সৌরভ, 'রোহিত অধিনায়ক হিসেবে অসাধারণ। পাঁচবার আইপিএল জিতেছে।  অধিনায়ক হিসেবে তার রেকর্ড এককথায় অসাধারণ। 'সাতদিনের সেরা