kalerkantho

শনিবার । ২৫ জুন ২০২২ । ১১ আষাঢ় ১৪২৯ । ২৪ জিলকদ ১৪৪৩

নাম, পরিচয় গোপন রেখে মাদ্রিদে যান এমবাপ্পে

অনলাইন ডেস্ক   

২৪ মে, ২০২২ ১৬:৫৫ | পড়া যাবে ২ মিনিটেনাম, পরিচয় গোপন রেখে মাদ্রিদে যান এমবাপ্পে

এইতো কয়েক দিন আগেই স্পেনের মাদ্রিদ শহরে যান কিলিয়ান এমবাপ্পে। পিএসজির সতীর্থ আশরাফ হাকিমির অনুরোধে সেখানে গিয়েছিলেন ফরাসি এই ফুটবলার। কিন্তু তাঁর এই ভ্রমণ নিয়ে কম কথা রটেনি বিশ্ব ফুটবলে। সবাই ভেবে নিয়েছিল রিয়াল মাদ্রিদের সঙ্গে পাকাপাকি কথা বলতে মাদ্রিদ গেছেন এমবাপ্পে।

বিজ্ঞাপন

কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। শুধু ঘুরতেই গিয়েছিলেন তিনি। তাও আবার নাম-পরিচয় গোপন রেখে।

এক বছর আগেও রিয়াল মাদ্রিদের হয়ে খেলার ইচ্ছা পোষণ করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। রিয়ালও চেয়েছিল তাঁকে দলে নিতে; কিন্তু ব্যাটে-বলে না মেলায় শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। ঠিক এক বছর পর আবারও এমবাপ্পেকে দলে টানতে মরিয়া হয়ে ওঠে রিয়াল; কিন্তু এবার আর আসতে রাজি হননি এমবাপ্পে। পিএসজিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে চুক্তিও বাড়িয়ে নিয়েছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

পিএসজির সঙ্গে তিন বছরের চুক্তির কয়েক দিন আগে ব্যক্তিগত বিমানে চড়ে মাদ্রিদে যান এমবাপ্পে। কেন সেখানে গিয়েছিলেন সেই ব্যাখ্যা দিয়েছেন তিনি। স্প্যানিশ পত্রিকা মার্কায় দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেছেন, 'শুধু আশরাফের (হাকিমি) কারণে আমি মাদ্রিদে যাই। সম্ভবত আমি আবারও যাব। আমি আশরাফের সঙ্গে একটি ব্যক্তিগত ফ্লাইটে গিয়েছিলাম। আমরা আমাদের নাম এবং সব কিছু পরিবর্তন করেছি যাতে কেউ আমাকে দেখতে না পায়। সেখানে আমরা একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম, কেউ আমাদের দেখেছিল এবং কথা বলেছিল। '

'আমি মাদ্রিদে যেতে চাইনি, কারণ সবাই দেখে ফেলবে। আমি সরাসরি, গোপনীয়তা বজায় রেখে বন্ধুদের সঙ্গে গিয়েছিলাম। এমনকি সেখানে আমার নামও ছিল না, যাতে লোকেরা আমাকে বিমানবন্দরে দেখতে না পায়। এরপর আমি হোটেলে গেলাম, আরাম করলাম। তারপর একটা রেস্টুরেন্টে গেলাম এবং সবাই আমাকে দেখল। কিন্তু এটা আশরাফের কারণেই হয়েছে। 'সাতদিনের সেরা