সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকার হার্ডহিটার এবি ডিভিলিয়ার্স। আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তিনি দীর্ঘদিন খেলেছেন। সেই দলের হয়েই আবারও নাকি তিনি আইপিএলে ফিরতে যাচ্ছেন! তবে ঠিক কোন ভূমিকায় আইপিএলে ফিরবেন তা জানাননি ডিভিলিয়ার্স।
চলতি মৌসুমেই এবির অবদানকে স্বীকৃতি জানিয়ে তাকে সম্মানিত করেছে বেঙ্গালুরু কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
কোহলির কথার সূত্র ধরে এবার ডিভিলিয়ার্স বলেছেন, 'কোহলি নিশ্চিত করেছে জেনে ভালো লাগছে। কিন্তু সত্যি বলতে, আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। তবে এটা ঠিক আগামী বছর আইপিএলে আমি ওদের সঙ্গে থাকব। আমার ভূমিকা কী হবে জানি না। আইপিএলের রোমাঞ্চটা ভীষণভাবে অনুভব করছি। '
২০১১ সালে বেঙ্গালুরুতে যোগ দেন ডিভিলিয়ার্স। ২০২১ সালের নভেম্বরে তিনি আইপিএল ছাড়েন। তিনি আরো বলেছেন, 'শুনেছি পরের বছর কিছু খেলা বেঙ্গালুরুতেও হবে। তাহলে আমি আমার দ্বিতীয় বাড়িতে ফিরতে পারব। সেটা দারুণ হবে। চিন্নাস্বামী স্টেডিয়ামের ভর্তি গ্যালারি দেখতে পাব। ওখানে ফিরতে পারলে ভালাে লাগবে। সেদিকেই তাকিয়ে আছি। '