কামিল মিশারা। ফাইল ছবি
ঢাকায় চলছে বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্টে লঙ্কানদের হয়ে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন নিরোশান ডিকভেলা। ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে বাংলাদেশে আসা কামিল মিশারাকে দেশে ফেরত পাঠিয়েছে লঙ্কান দল। তার বিরুদ্ধে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ।
বিজ্ঞাপন
হোটেলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে উইকেটরক্ষক-ব্যাটার কামিল মিশারাকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ ১২টা ৫০ মিনিটে ঢাকা ছেড়েছেন তিনি।
এদিকে, সিরিজ নির্ধারণী ঢাকা টেস্টের চলছে দ্বিতীয় দিন। প্রথম ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ ৯ উইকেটে ৩৬১ রান নিয়ে লাঞ্চে গেছে। ১৭১ রানে অপরাজিত রয়েছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম।