ছবি : মীর ফরিদ
সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকালের দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীর পর আজ অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি লিটন দাস। ২৪৬ বলে ১৪১ রানেই ক্যারিয়ারসেরা ইনিংস খেলে ফিরেছেন সাজঘরে।
আউট হওয়ার আগে মুশফিকের সঙ্গে ষষ্ঠ উইকেটে গড়েছেন ২৭২ রানের জুটি।
বিজ্ঞাপন
এর আগে, গতকাল টসে জিতে ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের তোপে মাত্র ২৪ রানেই বাংলাদেশ হারায় প্রথম সারির পাঁচ ব্যাটারকে। এরপর প্রতিরোধ গড়েন মুশফিকুর রহিম ও লিটন দাস।
উল্লেখ্য যে, চট্টগ্রামে দুদলের মধ্যকার প্রথম টেস্ট ড্র হয়। এই টেস্টটি তাই সিরিজ নির্ধারণীতে পরিণত হয়েছে।