kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জুন ২০২২ । ১৬ আষাঢ় ১৪২৯ । ২৯ জিলকদ ১৪৪৩

চোটে ছিটকে গেলেন হেমন্ত

ক্রীড়া প্রতিবেদক   

২২ মে, ২০২২ ১৬:৫৯ | পড়া যাবে ১ মিনিটেচোটে ছিটকে গেলেন হেমন্ত

প্রায় চার বছর পর জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েও ফেরাটা সুখকর হলো না হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের। ঊরুর চোটে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন এই মিডফিল্ডার।  

গত বৃহস্পতিবার অনুশীলনে ঊরুতে চোট পান হেমন্ত। এরপর শুক্রবারে দলের সঙ্গে ক্যাম্পে থাকলেও অনুশীলন করেননি তিনি।

বিজ্ঞাপন

হাসপাতাল নিয়ে 'এমআইআর' করা হলে ডাক্তার জানিয়েছে সুস্থ হতে তিন সপ্তাহের মতো সময় লাগবে।  

হেমন্তের চোট নিয়ে জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন কালের কণ্ঠকে বলেন, 'ঊরুতে আঘাত পেয়েছে সে। সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ লাগবে। তার বদলি হিসেবে আরেকজন খেলোয়াড় নিয়েছি। ' হেমন্তের বদলি হিসেবে এলিট একাডেমির মিডফিল্ডার চন্দনকে ডাকা হয়েছে।

গত ১৭ মে থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করছে বাংলাদেশ দল। টানা চার দিন অনুশীলনের পর শনিবার বিশ্রামে কাটানোর পর আজ আবার অনুশীলন করছে হাভিয়ের কাবরেরার দল।সাতদিনের সেরা