kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জুন ২০২২ । ১৬ আষাঢ় ১৪২৯ । ২৯ জিলকদ ১৪৪৩

এমবাপ্পের হ্যাটট্রিকে পিএসজির গোলউৎসব

অনলাইন ডেস্ক   

২২ মে, ২০২২ ০৩:১৯ | পড়া যাবে ২ মিনিটেএমবাপ্পের হ্যাটট্রিকে পিএসজির গোলউৎসব

লিগ শিরোপা আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় পিএসজির কাছে এই ম্যাচ ছিল শুধু নিয়মরক্ষার। কিন্তু প্রতিপক্ষ মেটজের জন্য ছিল লিগে টিকে থাকার লড়াই। কিন্তু সদ্য চুক্তি বৃদ্ধি করা কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে উড়ে গেল মেটজ। সেই সঙ্গে অবনমন হল দলটির।

বিজ্ঞাপন

শনিবার রাতে পার্ক দি প্রিন্সেসে মেটজকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেয় পিএসজি। এমবাপ্পের হ্যাট্রিক এবং একটি করে গোল করেছেন নেইমার ও দি মারিয়া। পিএসজিকে বিদায় বলে দেওয়া মারিয়া শেষটা গোল করে রাঙালেন।

ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে ঘোষণা আসে ২০২৫ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এমবাপ্পে। নতুন করে তিন বছরের চুক্তি করেছে দুই পক্ষ। নতুন চুক্তির পর মাঠে যেন জ্বলে উঠলেন এমবাপ্পে। ২৪, ২৮ ও ৫০ মিনিটে তিন গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ২৩ বছর বয়সী এই ফুটবলার। মাঝে ৩১ মিনিটে একবার বল জালে পাঠান নেইমার এবং ৬৭ মিনিটে আনহেল দি মারিয়া।

পিএসজির কাছে এই হারে ৩৮ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১৯তম অবস্থানে থেকে অবনমন হল মেটজ। এই ম্যাচ জিতলেই অবনমন বাঁচাতে পারতো ক্লাবটি কিন্তু সে সুযোগ দেয়নি এমবাপ্পে-নেইমাররা।সাতদিনের সেরা