অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের গতিময় বাউন্সি উইকেটে ঝড় তোলেন পেসাররা। একের পর এক ভয়ংকর সব বাউন্সার ধেয়ে আসে ব্যাটারদের শরীর লক্ষ্য করে। তবে আইপিএলের মতো টুর্নামেন্টে যেখানে ব্যাটসম্যানদের একতরফা দাপট দেখা যায়, সেখানে আগুনে বোলিংয়ে তাক লাগিয়ে দিলেন জসপ্রিত বুমরাহ। মুম্বাইয়ের তারকা পেসারের সেই বাউন্সার এখন আলোচনার কেন্দ্রে।
বিজ্ঞাপন
আজ শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে নিজেদের শেষ লিগ ম্যাচে মাঠে নামে মুম্বাই ইন্ডিয়ান্স। টস জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠান মুম্বাই অধিনায়ক রোহিত। ইনিংসের ৬ষ্ঠ ওভারের ৪র্থ বলে পৃথ্বী শয়ের দিকে ধেয়ে আসে বুমরাহর সেই ভয়ংকর বাউন্সার। ২৩ বলে ২৪ রান করা পৃথ্বীর শরীর লক্ষ্য করে বাউন্সারটি ছোড়েন বুমরাহ।
বল মুখের সোজা উঠে আসতেই চোখ সরিয়ে নেন পৃথ্বী। তিনি ডাক করে শরীর বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু বল তার গ্লাভসে লেগে চলে যায় উইকেটকিপার ইশান কিষানের গ্লাভসে। পৃথ্বীকে প্যাভিলিয়নে ফিরতেই হয়। তবে পৃথ্বীর আউটে বুমরাহর পাশাপাশি ঈশানের অবদানও অনেক। সামনের দিকে দারুণ এক ডাইভ দিয়ে তিনি ক্যাচটি তালুবন্দি করেন।