kalerkantho

বুধবার । ২৯ জুন ২০২২ । ১৫ আষাঢ় ১৪২৯ । ২৮ জিলকদ ১৪৪৩

ইপিএলের সেরা খেলোয়াড় ডি ব্রুইনে

অনলাইন ডেস্ক   

২১ মে, ২০২২ ২১:৪৪ | পড়া যাবে ১ মিনিটেইপিএলের সেরা খেলোয়াড় ডি ব্রুইনে

দ্বিতীয়বারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে। সেরা হওয়ার লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন লিভারপুলের মোহাম্মদ সালাহকে।

প্রিমিয়ার লিগের  অফিশিয়াল ওয়েবসাইটে শনিবার ২০২১-২২ মৌসুমের সেরা খেলোয়াড় হিসেবে ম্যানচেস্টার সিটির এই বেলজিয়ান মিডফিল্ডারের নাম ঘোষণা করা হয়। সমর্থক এবং প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের প্যানেলের ভোটে এই পুরস্কার জিতলেন ব্রুইনে।

বিজ্ঞাপন

এর আগে ২০১৯-২০ মৌসুমে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি।

চলতি লিগে এখন পর্যন্ত ১৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় পাঁচ নম্বর স্থানে আছেন ৩০ বছর বয়সী এই ফুটবলার। পাশাপাশি অ্যাসিস্ট করেছেন সাতটি। টানা দ্বিতীয় শিরোপা ঘরে তোলার দ্বারপ্রান্তে তার দল। ম্যানচেস্টার সিটিকে এই পর্যন্ত আনতে বড় অবদান রেখেছেন তিনি। আগামীকাল রবিবার অ্যাস্টন ভিলাকে হারালেই শিরোপা উদযাপন করবে সিটি।সাতদিনের সেরা