দীর্ঘ ফর্মহীনতায় থাকা কোহলি অবশেষে গুজরাট টাইটান্সের বিপক্ষে ব্যাঙ্গালোরের শেষ ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। খেলেছেন ৭৩ রানের দুর্দান্ত ইনিংস। এর আগে নেটে টানা ৯০ মিনিট ব্যাটিং অনুশীলনও করেছেন। প্রসঙ্গত, চলতি আইপিএলে এটি কোহলির দ্বিতীয় ফিফটি।
বিজ্ঞাপন
২০১৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে পাচ টেস্টের ১০ ইনিংসে ১৩.৫০ গড়ে রান করেছিলেন কোহলি। তার রান সংখ্যা ছিল যথাক্রমে ১, ৮, ২৫, ০, ৩৯, ২৮, ০, ৭, ৬ এবং ২০। স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তার ক্যারিয়ারের এই দুই পর্যায়ের তুলনা করে পার্থক্যটা বুঝিয়ে দিয়েছেন কোহলি, 'ইংল্যান্ডে আমি বুঝতেই পেরেছিলাম আমি খারাপ খেলছিলাম। আমার গন্ডগোলটা কোথায় হচ্ছিল। তবে চলতি পর্যায়ে সেরকম কোনো জায়গাই ছিল না। '
তিনি আরও বলেন 'সত্যি বলতে এই খারাপ সময়টাকে আমি যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে আসতে চেয়েছিলাম। ইংল্যান্ডে যেটা ঘটেছিল তার একটা নির্দিষ্ট প্যাটার্ন ছিল। ফলে সেটা নিয়ে আমি কাজ করার সুযোগ পেয়েছি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি এমন কিছু নির্দিষ্ট করে পয়েন্ট আউট করতে পারবেন না। বলতে পারবেন না ঠিক এই জায়গাটাতেই সমস্যা আছে। ফলে আমার ক্ষেত্রে এখানে কাজটা সহজ হয়েছে। কারণ আমি জানতাম আমি খারাপ খেলছি না। আমি যখন ছন্দটা পেয়ে যাই আমা বুঝতে পারি আমি ফর্মে আছি। '
দুই সময়ের পার্থক্য বোঝাতে গিয়ে কোহলি বলেন, 'ইংল্যান্ডে এই বিষয়টাই খুঁজে পাচ্ছিলাম না। আমি উপলব্ধি করছিলাম ওখানে আমি সঠিকভাবে ব্যাট করছি না। তবে এই মুহূর্তে কিন্তু বিষয়টা একেবারেই তেমন নয়। আমি জানি, আমার ব্যাট হাতে কী করা উচিত। আন্তর্জাতিক ক্যারিয়ারে আপনি এতদূর আসতেই পারবেন না, যদি আপনার বিভিন্ন পরিস্থিতি সামলানোর সেই ক্ষমতা না থাকে। বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন বোলিং অ্যাটাককে খেলার ক্ষমতা না থাকলে আপনি এতদূর আসতে পারবেন না। '