বসুন্ধরা কিংস-মোহনবাগান ম্যাচ শুরু হতে না হতেই কেঁপে উঠলো যুবভারতীয় স্টেডিয়াম। সত্যি সত্যি কাঁপছিল প্রেস বক্স। সেটা আসলে ভয়াবহ ঝড়। চার তলা স্টেডিয়ামের ওপর থেকে টিন উড়ে পড়ছে মাঠে।
বিজ্ঞাপন
এর মধ্যেও চাইনিজ তাইপের রেফারি খেলা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু বজ্রপাতসহ তুমুল ঝড় শুরু হলে ১০ মিনিট পর খেলা বন্ধ করে দিতে বাধ্য হন রেফারি। এদিকে প্রেস বক্সসহ সব জায়গায় পানি পড়ছে সিলিং থেকে।
এর আগে শুরুর মিনিটেই সুযোগ নষ্ট করেন মিগেল ফিগেইরা। চিনেদু ম্যাথুর বাড়ানো বল বক্সের মুখ থেকে মিগের নেওয়া বাম পায়ের শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। শুট লক্ষ্যে রাখতে পারলেই এগিয়ে যেতে পারতো বসুন্ধরা কিংস। পরবর্তীতে বৃষ্টি থামলে খেলা আবার কখন শুরু হবে সেটা ম্যাচ কমিশনার ও রেফারিরা সিদ্ধান্ত নিবেন।