kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

এবার হেটমায়ারের স্ত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য গাভাস্কারের!

অনলাইন ডেস্ক   

২১ মে, ২০২২ ১৬:২২ | পড়া যাবে ২ মিনিটেএবার হেটমায়ারের স্ত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য গাভাস্কারের!

বছর দুই আগে বিরাট কোহলির জীবনসঙ্গী আনুশকা শর্মাকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপদে পড়েছিলেন সুনীল গাভাস্কার। এ জন্য তাকে ক্ষমাও চাইতে হয়েছিল। চলতি আইপিএলে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন। গাভাস্কারের টার্গেট এবার রাজস্থান রয়্যালসের ক্যারিবিয়ান তারকা শিমরন হেটমায়ারের স্ত্রী।

বিজ্ঞাপন

তাকে নিয়ে সুনীল গাভাস্কারের কুৎসিত মন্তব্য ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

সন্তানের বাবা হওয়ায় এই মৌসুমে রাজস্থানের জার্সিতে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি হেটমায়ার। গতকাল শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের আগে তিনি দলের সঙ্গে যোগ দেন। হেটমায়ার ব্যাট করতে নামার সময়ই কমেন্ট্রি বক্সে সুনীল গাভাস্কারের বিতর্কিত মন্তব্য আগুনে যেন ঘি ঢেলে দেয়। কিংবদন্তি ওপেনার বলে ফেলেন, 'হেটমায়ারের স্ত্রী ডেলিভারি করেছে। এবার হেটমায়ারের কি দলের হয়ে ডেলিভার (পারফরম্যান্স) করবে?'

গাভাস্কারের এই মন্তব্য নিয়ে সোশ্যাল সাইটে চলছে সমালোচনা। ব্যাট হাতে হেটমায়ার অবশ্য সফল হতে পারেননি। প্রশান্ত সোলাঙ্কির বলে আউট হওয়ার আগে হেটমায়ার ৭ বলে ৬ করেন। এর আগে ২০২০ আইপিএলে কোহলি একটি ক্যাচ মিস করার পর গাভাস্কার বলেছিলেন, 'এ যে লকডাউন ছিল, সেই সময় কোহলি শুধুই আনুশকার বোলিংয়ে অনুশীলন করেছে। সেই অনুশীলনের ভিডিওটা আমি দেখেছি, তাতে কিছুই হয়নি। 'সাতদিনের সেরা