ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের প্লে-অফের অঙ্ক মোটামুটি পরিষ্কার। গুজরাট ও লখনউ সুপার জায়ান্টস এরই মধ্যেই প্লে-অফে উঠে গেছে। নিশ্চিত রাজস্থান রয়্যালসও। বাকি একটি স্থানের জন্য লড়াইটা এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে।
বিজ্ঞাপন
বিরাট কোহলি-দু প্লেসিদের প্লে-অফে যাওয়া এখন পুরোপুরি রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে। আজ যদি মুম্বাই ঋষভ পন্থদের দিল্লি ক্যাপিটালসকে হারায়, তাহলে প্লে-অফে খেলার সুযোগ পাবে আরসিবি। এই মুহূর্তে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকলেও, আজ দিল্লি জিতলেই বিরাটরা নেমে যাবেন পাঁচ নম্বরে। কারণ নেট রানরেটের বিচারে দিল্লির থেকে অনেক পিছিয়ে রয়েছে আরসিবি।
বেঙ্গালুরুর নেট রানরেট মাইনাস (-০.২৫৩)। দিল্লির নেট রান প্লাস (+০.২৫৫)। তাই দিল্লি আজ জিতলেই প্লে-অফে উঠে যাবে, রানরেট নিয়ে ভাবতেই হবে না তাদের। মুম্বাইয়ের ওয়েংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হবে দিল্লি-মুম্বাই ম্যাচটি।