ছবি : মীর ফরিদ
গতকাল যেখানে শেষ করেছিলেন, আজ সেখান থেকেই শুরু করলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। কাল ওশাদা ফার্নাডোকে রানআউট করার পর বোল্ড করেছিলেন লাসিথ এম্বুলদেনিয়াকে। আজ পঞ্চম ও শেষ দিনে বল হাতে শ্রীলঙ্কার তিন উইকট তুলে নিয়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন তাইজুল।
সকালে দিমুথ করুণারত্নের সঙ্গে ব্যাটিংয়ে নেমে ঝড় তুলেছিলেন কুশল মেন্ডিস।
বিজ্ঞাপন
মেন্ডিসের বিদায়ের পর ক্রিজে আসেন প্রথম ইনিংসে ১৯৯ রানের ইনিংস খেলা অ্যাঞ্জেলো ম্যাথুজ। তবে তাইজুলের তোপে তিনিও টিকতে পারেননি। রানের খাতা খোলার আগেই কট অ্যান্ড বোল্ড হয়েছেন ম্যাথুজ।
৪ উইকেটে ১২৮ রান নিয়ে পঞ্চম দিনের লাঞ্চে যায় শ্রীলঙ্কা। লাঞ্চের পর লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নকে বোল্ড করেন তাইজুল। আউট হওয়ার আগে করুণারত্ন তুলে নিয়েছিলেন ফিফটি (৫২)। প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার স্কোর ৫ উইকেটে ১৫২ রান। ধনঞ্জয়া ডি সিলভা ২৬ ও দিনেশ চান্ডিমাল ২ রানে ব্যাট করছেন।
শ্রীলঙ্কার লিড এখন ৮৪ রানের, হাতে রয়েছে আর ৫টি উইকেট। আজ আরো ৫৭ ওভারের মতো খেলা হবে। শ্রীলঙ্কার বাকি উইকেটগুলো দ্রুত তুলে নিতে পারলে টাইগারদের জয়ের দারুণ সম্ভাবণা তৈরি হবে।
উল্লেখ্য যে, শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ৩৯৭ রান করে। এর জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ৪৬৫ রানে।