ছবি : কালের কণ্ঠ
বাংলাদেশের চেয়ে ২৯ রানে পিছিয়ে থেকে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষ করছিল সফরকারী শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ৬৮ রানে পিছিয়ে থেকে গতকাল দ্বিতীয় ইনিংস শুরু করে লঙ্কানরা। এরপর দলীয় ৩৯ রানে লাসিথ এম্বুলদেনিয়ার বোল্ডের মাধ্যমে চতুর্থ দিনের খেলা শেষ হয়। আজ যথাসময়ে শুরু হয়েছে পঞ্চম ও শেষ দিনের খেলা।
বিজ্ঞাপন
দলপতি দিমুথ করুণারত্নের সঙ্গে ব্যাটিংয়ে নেমেছেন কুশল মেন্ডিস। টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালাচ্ছেন মেন্ডিস। এরই মধ্যে লিডও নিয়েছে তারা। প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৭৮ রান। করুণারত্নে ৬০ বলে ২৬ ও মেন্ডিস ১৯ বলে ২৮ রানে ব্যাট করছেন। দুজনে মিলে এরই মধ্যে গড়ে ফেলেছেন ৩৫ বলে ৩৯ রানের জুটি।
বাংলাদেশের চেয়ে এই মুহূর্তে ১০ রানে এগিয়ে আছে শ্রীলঙ্কা, হাতে রয়েছে আরো ৮টি উইকেট।
উল্লেখ্য যে, শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ৩৯৭ রান করে। এর জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ৪৬৫ রানে।