ফাইনালের আগেই রণক্ষেত্র বাধিয়েছে ফ্রাংকফুর্ট ও রেঞ্জার্সের সমর্থকরা। স্পেনের সেভিয়ার স্টেডিয়ামের সামনে মারামারিতে জড়িয়ে পড়ে দুই দলের সমর্থকরা। এ ঘটনায় ফ্রাংকফুর্টের পাঁচ সমর্থককে গ্রেপ্তার করেছে সেভিয়া পুলিশ।
আজ বুধবার রাত ১টায় ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হবে ফ্রাংকফুর্ট ও রেঞ্জার্স।
বিজ্ঞাপন
এই ঘটনায় আহত হয়েছে পুলিশও। তাদের উদ্দেশ্য করে বোতল, ফ্লেয়ার্স এবং টেবিল ছুড়ে মারে জার্মান দলটির সমর্থকরা। স্টেডিয়ামের তিনটি জায়গায় কর্তৃপক্ষ তিন হাজার ১০০ পুলিশ মোতায়েন করেছে। প্রায় দুই হাজার বেসামরিক ও স্থানীয় পুলিশও শহরে মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে।