ছবি : মীর ফরিদ
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ৩ উইকেটে ৩৮৫ রান নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। তবে বিরতি থেকে ফিরেই বাংলাদেশ টানা দুই বলে দুই হারিয়েছে, সাজঘরে ফিরে গেছেন লিটন দাস ও তামিম ইকবাল।
লাঞ্চের পর প্রথম বলেই লিটন দাসকে উইকেটরক্ষক ডিকভেলার ক্যাচ বানান কানকাশন সাব কাসুন রাজিথা। ১২ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় লিটনের।
বিজ্ঞাপন
তামিমের বিদায়ের পর উইকেটে এসেছেন সাকিব আল হাসান। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৩৯১। মুশফিকুর রহিম ৮৫ ও সাকিব ৬ রানে ব্যাট করছেন।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করেছিল ৩৯৭ রান। তাদের চেয়ে আর ৬ রানে পিছিয়ে আছে বাংলাদেশ, হাতে আছে ৫ উইকেট।