ছবি : মীর ফরিদ
প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যক্তিগত ৬৮তম রান নেওয়ার মাধ্যমে এ মাইলফলকে পৌছান মুশফিক।
পাঁচ হাজারি ক্লাবে ঢুকতে আজ মুশফিকের প্রয়োজন ছিল ১৫ রান। এর আগে গতকাল তামিম ইকবাল ১৩৩ রান করে রিটায়ার্ড হন।
বিজ্ঞাপন
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৯৭ রানের জবাবে বাংলাদেশ ৩ উইকেটে ৩১৮ রানে তৃতীয় দিন শেষ করে। বৃষ্টির কারণে আজ চতুর্থ দিনের খেলা শুরু হয় আধাঘণ্টা বিলম্বে। প্রতিবেদন লেখার সময় ৩ উইকেটে ৩৮৫ রান নিয়ে লাঞ্চে গেছে বাংলাদেশ। লিটন দাস ৮৮ ও মুশফিকুর রহিম ৮৫ রানে ব্যাট করছেন। শ্রীলঙ্কার চেয়ে আর ১৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।