কাসুন রাজিথার বলে এলোমেলো মমিনুলের স্টাম্প। ছবি : মীর ফরিদ
চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর পর ব্যাট হাতে ব্যর্থ হলেন অধিনায়ক মমিনুল হকও। শান্তর মতো মমিনুলও শিকার হয়েছেন কানকাশন সাব হিসেবে নামা কাসুন রাজিথার। ১৯ বলে ২ রান করে বোল্ড হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
উদ্বোধনী জুটিতে তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয় ১৬২ রান এনে দিলেও ১৮৪ রানে নেই টাইগারদের তিন উইকেট।
বিজ্ঞাপন
প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ২০০ রান। তামিম ১২৭ ও মুশফিকুর রহীম ১ রানে ব্যাট করছেন। শ্রীলঙ্কার চেয়ে এখনো ১৯৭ রানে পিছিয়ে আছে বাংলাদেশ, হাতে রয়েছে ৭টি উইকেট। এর আগে, অ্যাঞ্জেলো ম্যাথুজের ১৯৯ রানে ভর করে প্রথম ইনিংসে ৩৯৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
উল্লেখ্য যে, ২৩ মার্চ দুদলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট ঢাকায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।