মাস দুয়েক আগেই সবাই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল যে, ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে যাচ্ছে আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালার। ২৮ বছর বয়সী এই স্ট্রাইকার এবার টুইট করে চলতি মৌসুমের শেষে সিরি-আ জায়ান্ট জুভেন্তাস ছাড়ার ঘোষণা দিয়েছেন।
টুইটারে দিবালা লিখেছেন, 'জুভেন্তাসকে বিদায় জানানোর বিষয়ে সঠিক শব্দটি খুঁজে পাওয়া কঠিন। দীর্ঘ সময় আমি এখানে ছিলাম, সে কারণেই অনেক বেশি আবেগ আমাকে ঘিরে ধরেছে।
বিজ্ঞাপন
তিনি আরও লিখেছেন, 'কঠিন মুহূর্তে আমাকে সহযোগিতা করার জন ধন্যবাদ। এই সময় যারা আমার পাশে ছিল তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সুযোগে আমি ভক্ত-সমর্থক, সতীর্থ সকলে, কোচ, কোচিং স্টাফ ও ক্লাব পরিচালকদের ধন্যবাদ জানাতে চাই। এই ক্লাবের জার্সি পড়াটাই স্বপ্নের মতো ছিল, তার উপর বাড়তি হিসেবে অধিনায়কের দায়িত্বও পেয়েছিলাম। এটা আমার জীবনের একটি স্মরণীয় দিন। এই দিনটির জন্য ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি। '
২০১৫ সালে পালেরমো থেকে জুভেন্তাসে যোগ দিয়েছিলেন দিবালা। জুভেন্তাসের টানা পাঁচ বছরের লিগ শিরোপা জয়ে দিবালার অনবদ্য অবদান ছিল। সিরি-আ লিগ ছাড়াও চারবার কোপা ইতালিয়ার শিরোপা পাশাপাশি ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দলটির গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন দিবালা।
E’ difficile trovare le parole giuste per salutarvi, ci sono di mezzo tanti anni e tante emozioni, tutte assieme...
— Paulo Dybala (@PauDybala_JR) May 15, 2022
Pensavo che saremmo stati insieme ancora più anni, ma il destino ci mette su strade diverse. pic.twitter.com/D3cfK2vZ2y