চলতি আইপিএলের পঞ্চদশ আসরে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফে ওঠার আশা নেই বললেই চলে। শেষ ম্যাচে জিতলেও তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকে। নাইটদের এই দুর্দশা দেখে কোচ ব্রেন্ডন ম্যাককালামকে দায়ী করেছেন সালমান বাট। পাকিস্তানের সাবেক ওপেনার মনে করেন, ভয়ডরহীন ক্রিকেটের নামে দায়িত্বজ্ঞানহীন ক্রিকেট খেলছে নাইট রাইডার্স।
বিজ্ঞাপন
নিজের ইউটিউব চ্যানেলে আইপিএলের প্রথম মৌসুমে নাইটদের হয়ে খেলা সালমান বাট বলেছেন, 'ম্যাককালামের বেশ কিছু সমস্যা আছে। সে মাঠের লড়াই করার একটাই উপায় জানে। পিচ, মাঠ, কত রান তোলা যাবে, নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে কিভাবে খেলতে হবে এসব কিছুই জানে না। সে শুধু বলে―খোলা মনে খেলো, দ্রুত রান করো। মাঝে মাঝে মনে হয় কলকাতা ভয়ডরহীন ক্রিকেটের বদলে দায়িত্বজ্ঞানহীন ক্রিকেট খেলছে!'
পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের অধিনায়ক হিসেবে ম্যাককালামের ব্যর্থতার কথাও উল্লেখ করেছেন বাট। কিছুদিন আগে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আয়ার বলেছিলেন, দলের প্রধান নির্বাহী নাকি একাদশ ঠিক করেন! সেই সম্পর্কে এক সমর্থকের প্রশ্নের উত্তরে সালমান বাট বলেছেন, 'দলকে একটু-আধটু ছাড় দেওয়া উচিত। যখন কাউকে অধিনায়ক করা হয়, তখন ভুল করার অনুমতিও দেওয়া উচিত। অধিনায়ক তোমার পিয়ন নয় যে তোমার সব নির্দেশ অনুসরণ করবে। '