kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

শিরোপা জিততে শেষ ম্যাচে সব কিছু করবে সিটি, প্রতিজ্ঞা গার্দিওলার

অনলাইন ডেস্ক   

১৬ মে, ২০২২ ১১:৪৫ | পড়া যাবে ২ মিনিটেশিরোপা জিততে শেষ ম্যাচে সব কিছু করবে সিটি, প্রতিজ্ঞা গার্দিওলার

যেখানে স্বস্তিতে থাকার কথা ছিল সেখানেই নিজেরাই নিজেদের অস্বস্তিতে ঠেলে দিয়েছে ম্যানচেস্টার সিটি। কাল ওয়েস্ট হ্যামকে হারাতে পারলেই লিগ শিরোপা জয় প্রায় নিশ্চিত হয়ে যেত পেপ গার্দিওলার দলের। কিন্তু প্রতিপক্ষের মাঠে হারের শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে সিটিজেনরা। লিগের শেষ ম্যাচে তাই জয় ছাড়া ভিন্ন বিকল্প নেই সিটির সামনে।

বিজ্ঞাপন

 

পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা লিভারপুলের বাকি আছে দুই ম্যাচ। ইয়র্গেন ক্লপের দল যদি দুই ম্যাচই জিতে নেয় তবে লিগ শিরোপা ঘরে তুলতে শেষ ম্যাচে ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে অন্তত তিন পয়েন্ট লাগবেই সিটির। পয়েন্ট খুয়ালেই শিরোপা হাতছাড়া হবে তাদের। তাইতো পেপ গার্দিওলা প্রতিজ্ঞা করলেন, শেষ ম্যাচ জিততে সব কিছু করবে তার দল।

কাল ম্যাচ শেষে সংবাদমাধ্যমে পেপ বলেন, 'আমার খেলোয়াড়দের প্রতি আমার বিশ্বাস আছে। তারা পারবে। প্রতিজ্ঞা করলাম, শেষ ম্যাচ জিততে সব কিছু করব। নিজেদের মাঠ, নিজেদের সমর্থকদের সামনে শিরোপা নিশ্চিত করা সত্যি গর্বের বিষয়। আমরা এই সুযোগ কাজে লাগাতে চাই। সবাইকে মাঠে আসার অনুরোধ করছি। '

লিগের শেষ ম্যাচের আগে প্রায় সপ্তাহখানেক সময় পাচ্ছে সিটি। এই সময়টুকুতে নিজেদের গুছিয়ে নেওয়ার কথা জানালেন গার্দিওলা, 'আমরা বেশ কয়েক দিন বিশ্রাম পাচ্ছি এবং ভিলার ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার চেস্টা করব। লিগ শিরোপা জয় এখনো আমাদের হাতেই আছে। আমরা এটা জেতার জন্য মরিয়া হয়ে আছি যা গোটা মৌসুম জুড়েই দেখিয়েছি। '

আগামী ২২মে লিগের শেষ রাউন্ডে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা।সাতদিনের সেরা