টানা তিন ম্যাচ জয়ের পর পয়েন্ট খুয়ালো বার্সেলোনা। নিয়মিত একাদশে বেশ কয়েকজন খেলোয়াড় ছাড়া খেলতে নেমে ভুগতে হল জাভির দলকে। গেতাফের মাঠে বিবর্ণ ম্যাচ উপহার দিয়ে এক পয়েন্ট ভাগাভাগি করলো দুই দল।
রোববার রাতে গেতাফের মাঠে স্বাগতিকদের সঙ্গে গোল শূন্য ড্র করেছে বার্সেলোনা।
বিজ্ঞাপন
প্রতিপক্ষে মাঠে আক্রমণে বিবর্ণ ছিল বার্সেলোনা। পুরো ম্যাচে বল দখলে ৭২ ভাগ থাকলেও মাত্র পাঁচটি শট নিতে পেরেছে অবামেয়াংরা। যার মাত্র একটি লক্ষ্যে ছিল। গেতাফে ৯ শটের ৩টি লক্ষ্যে রেখেছিল। আগামী ২২ মে লিগের শেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে মুখোমুখি হবে বার্সেলোনা।