kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

আতালান্তাকে হারিয়ে শিরোপার সুবাস পাচ্ছে মিলান

অনলাইন ডেস্ক   

১৬ মে, ২০২২ ০০:১০ | পড়া যাবে ১ মিনিটেআতালান্তাকে হারিয়ে শিরোপার সুবাস পাচ্ছে মিলান

শিরোপা জয়ে পথে এই ম্যাচে জয়ের বিকল্প ছিলনা এসি মিলানের কাছে। কিন্তু প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেনি স্টেফানো পিওলির দল। তবে দ্বিতীয়ার্ধে দুই গোল করে দারুণ জয় তুলে নিল মিলান। এই জয়ের লিগ শিরোপার সুবাস পাচ্ছে সান সিরোর ক্লাবটি।

বিজ্ঞাপন

রোববার রাতে সিরি'আতে ঘরে মাঠ সানসিরোতে আতালান্তাকে ২-০ গোলে হারিয়েছে এসি মিলান। গোল করেছেন রাফায়েল লিও ও থিও হার্নান্দেজ।

এই জয়ে ৩৭ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল এসি মিলান। এক ম্যাচ কম খেলে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্টার মিলান। লিগের শেষ ম্যাচ জিতলেই ১০ মৌসুম পর লিগ শিরোপা পুনরুদ্ধার করবে মিলান। সর্বশেষ ২০১০-১১ মৌসুমে লিগ শিরোপা জিতেছিল এসি মিলান। এদিকে আজ রাতেই কাগলিয়ারির বিপক্ষে মাঠে নামছে ইন্টার। এই ম্যাচে ইন্টার পয়েন্ট হারালেই লিগ শিরোপা নিশ্চিত হবে মিলানের।  

ঘরের মাঠে শুরুর ৪৫ মিনিটে গোল করতে পারেনি মিলান। এগিয়ে যেতে মিলান সময় নিয়েছে ৫৬ মিনিট। রাফায়েল লিওর গোলে এগিয়ে যায় মিলান। এরপর ৭৫ মিনিটে থিও হার্নান্দেজের গোল স্বস্তির জয় এনে দেয় মিলানকে।সাতদিনের সেরা