আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে খেলা ২৭ বছর বয়সী ম্যাক্সি রোলন গাড়ি দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আর্জেন্টিনার রোসারিওতে রোলনের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে রোলন ও তার ৩০ বছর বয়সী ভাই এরিয়েল মারা যান।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার যুব দলের হয়ে খেলেছেন ম্যাক্সি।
বিজ্ঞাপন
খেলেছেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়েও। ২০১৫ সালে দক্ষিণ আমেরিকান যুব চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেন আর্জেন্টিনার হয়ে। রোলনের মৃত্যু টুইটারে শোক জানিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।