kalerkantho

শনিবার ।  ২৮ মে ২০২২ । ১৪ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৬ শাওয়াল ১৪৪

শ্রীলঙ্কার বিপক্ষে 'নিরপেক্ষ ভেন্যু'তে খেলতেও রাজি পাকিস্তান

অনলাইন ডেস্ক   

১৪ মে, ২০২২ ২২:০২ | পড়া যাবে ২ মিনিটেশ্রীলঙ্কার বিপক্ষে 'নিরপেক্ষ ভেন্যু'তে খেলতেও রাজি পাকিস্তান

দুই টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা দল এখন বাংলাদেশে। আগামীকাল রবিবার থেকে শুরু হবে প্রথম টেস্ট। অথচ গত মাসখানেক ধরে শ্রীলঙ্কায় চলছে চরম অস্থিরতা। অর্থনৈতিক বিপর্যয়ের পর গণবিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

বিক্ষোভ এখনও চলছে। বহুগুণ বেড়ে গেছে নিত্য পণ্যের দাম। আগামী জুলাই-আগস্টে শ্রীলঙ্কার মাটিতে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের সফর করার কথা। কিন্তু এমন অবস্থায় কীভাবে হবে সেই সিরিজগুলো?

সফরটি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, 'আমরা যে কোনো খারাপ পরিস্থিতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়াতে তৈরি এবং এই টেস্ট সিরিজের জন্য দেশটিতে সফর করতে আমাদের কোনো সমস্যা নেই। শ্রীলঙ্কান বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই মজবুত। দুই দেশ বরাবরই খারাপ পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়িয়েছে। সিরিজ সংক্রান্ত শেষ সিদ্ধান্ত শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড নেবে। '

পাকিস্তানের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ আছে শ্রীলঙ্কার। সেই সিরিজও এখন অনিশ্চিত। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটিও লঙ্কা প্রিমিয়ার লিগের কারণে বাতিল হয়েছে। পাকিস্তানের সফর যদি শেষ পর্যন্ত হয়, তাহলে শুধু টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। পিসিবির সেই কর্মকর্তা আরও বলেছেন, 'শ্রীলঙ্কান বোর্ড যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন, আমরা মেনে নেব।   যদি আমাদের শ্রীলঙ্কায় খেলতে হয়, তাতেও রাজি কিংবা নিরপেক্ষ ভেন্যুতে খেলতেও আপত্তি নেই। 'সাতদিনের সেরা