টি-টোয়েন্টি মানেই চার-ছক্কার ঝড়। বল গিয়ে আছড়ে পড়বে সীমানা দড়ির বাইরে। চলতি আইপিএলের ৬০তম ম্যাচে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু ও পাঞ্জাব। ম্যাচটিতে বেঙ্গালুরুকে ৫৪ রানের বড় পরাজয় বরণ করতে হয়েছে।
বিজ্ঞাপন
গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচে রজতের সেই ছক্কাটি ছিল ১০২ মিটারের। তার ওই শটটি সরাসরি গিয়ে লাগে গ্যালারিতে থাকা এক বয়স্ক দর্শকের মাথায়। যে দৃশ্য দেখে চমকে ওঠেন ডাগ আউটের খেলোয়াড়দের আসনে বসে থাকা বিরাট কোহলি। রজত এই ম্যাচে ২১ বলে ২৬ রান করেন। যাতে ছিল একটি চার এবং দুটি ছক্কা।
এবারের আসরেই সপ্তম ম্যাচে মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচে তরুণ ব্যাটসম্যান আয়ুষ বাদোনি সুইপ শটে ডিপ স্কয়ার লেগে একটি লম্বা ছক্কা মেরেছিলেন। তার শটটি গিয়ে লেগেছিল স্ট্যান্ডে বসা এক নারী দর্শকের গায়ে। এরপর কিছুক্ষণ মাথা ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ওই নারীকে।
— Varma Fan (@VarmaFan1) May 13, 2022