এ বছরই চেলসিকে হারিয়ে লীগ কাপ বা কারাবাও কাপ জিতেছে লিভারপুল। আজ আরো একটি ফাইনালে মুখোমুখি হচ্ছে দুদল। ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে খেলতে নামবে চেলসি ও লিভারপুল।
গত ফেব্রুয়ারিতে অল্পের জন্য কারাবাও কাপটা জিততে পারেনি চেলসি।
বিজ্ঞাপন
এফএ কাপে ৮ বারের চ্যাম্পিয়ন চেলসি ২০১৭-১৮ মৌসুমে পায় সর্বশেষ সাফল্য। সংবাদমাধ্যম মেইলপ্লাস জানিয়েছে, ফাইনালে লিভারপুলকে হারাতে পারলে ১ মিলিয়ন পাউন্ডের বোনাস পাবেন চেলসির ফুটবলাররা।
এদিকে, চেলসিকে হারাতে পারলে ২১ বছর পর একই মৌসুমে লীগ কাপ এবং এফএ কাপ জয়ের কৃতিত্ব দেখাবে লিভারপুল। লিভারপুল কোচ জার্গেন ক্লপের জন্যও এফএ কাপের ট্রফিটা আরাধ্য। ২০১৫ সালে কোচ হওয়ার পর একবার করে প্রিমিয়ার লীগ ও কারাবাও কাপ জিতেছেন তিনি। তবে ক্লপ এবারই প্রথম উঠলেন এফএ কাপের ফাইনালে।