ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। মুম্বাইয়ের ওয়েংখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নামে পাঞ্জাব। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে তারা।
পাঞ্জাবের এই সংগ্রহে বড় অবদান ওপেনার জনি বেয়ারস্টোর।
বিজ্ঞাপন
রাজস্থানের সবচেয়ে সফল বোলার যুজবেন্দ্র চাহাল। ৪ ওভারে ২৮ রান দিয়ে শিকার করেছেন তিনটি উইকেট। এছাড়া প্রশিদ্ধ কৃষ্ণা ও রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন একটি করে উইকেট।
আজকের ম্যাচে রাজস্থানের চেয়ে জয়টা বেশি দরকার পাঞ্জাবের। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতে রয়েছে পাঞ্জাব। অন্যদিকে, ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে রাজস্থান।