ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বের ম্যাচে আজ মুখোমুখি হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠের সেই ম্যাচে দুর্দান্ত শতক হাঁকিয়েছেন প্রাইম ব্যাংকের তামিম ইকবাল। তবে মাত্র ৪ রানের জন্য শতকবঞ্চিত হয়েছেন এনামুল হক বিজয়।
টস জিতে আগে ব্যাট করতে নেমেছিল প্রাইম ব্যাংক।
বিজ্ঞাপন
ফিফটির পরে তামিমের রান তোলার গতি বাড়ে। ১২২ বলেই শতক পূরণ করেন তিনি। শতক হাঁকানোর পরও সেই দ্রুতগতির ব্যাটিং চালিয়ে যান তামিম। শেষ পর্যন্ত ১৩২ বলে ১৩টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১৩৭ রান করেন তামিম। আর দুর্দান্ত ডিপিএল কাটানো বিজয় থামেন ৮৫ বলে ৯৬ রান করে। নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেটে ৩৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে প্রাইম ব্যাংক।
উল্লেখ্য, প্রাইম ব্যাংকের হয়ে গত ম্যাচে শতক হাঁকিয়েছিলেন তামিম-বিজয় দুজনই।