ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ ও আবাহনী লিমিটেড। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনীর দেওয়া ২৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপে রয়েছে রূপগঞ্জ।
প্রতিবেদন লেখার সময় লিজেন্ডস অব রূপগঞ্জের স্কোর ১৮ ওভারে ৫ উইকেটে ৭৭ রান। চিরাগ ২ রানে ব্যাট করছেন।
বিজ্ঞাপন
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৭৯ রান সংগ্রহ করে আবাহনী। ১০১ বলে ৮৬ রান করেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া আফিফ হোসেন ৭২ বলে ৬২ রান করেন। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। দুটি উইকেট নেন আল-আমিন। এছাড়া মাশরাফির শিকার এক উইকেট।