আজ রাতে অঁজের বিপক্ষে জয় এবং অন্য ম্যাচে মার্শেই পয়েন্ট হারালেই দশমবারের মতো লিগ শিরোপা উদযাপনে মাতবে পিএসজি। এক মৌসুম বাদেই আবারও ফ্রেঞ্চসেরার মুকুট পরবেন নেইমার-এমবাপ্পেরা। কিন্তু এমন সমীকরণের ম্যাচে পিএসজি স্কোয়াডে থাকছেন না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
এক বিবৃতিতে ফরাসি ক্লাবটি জানিয়েছে, গোড়ালির পেছনের জয়েন্টে ব্যথার কারণে অঁজের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না সাতবারের ব্যালন ডি'অরজয়ী খেলোয়াড়।
বিজ্ঞাপন
সর্বশেষ লিগ ম্যাচে মার্শেইকে ২-১ গোলে হারিয়ে লিগ শিরোপা জয়ের আরো কাছে চলে যায় পিএসজি। আর আজ রাতে মার্শেই যদি পয়েন্ট হারায় এবং পিএসজি জিতলেই শিরোপা উল্লাস করবে মাউরোসিয়ো পচেত্তিনোর দল। ৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে মার্শেই।