ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গতরাতের ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সেই ম্যাচে ১২ রানে হেরেছে মুম্বাই। আইপিএলের চলতি আসরে এটি রোহিত শর্মাদের টানা পঞ্চম হার।
পাঞ্জাবের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাই করতে পেরেছে ৯ উইকেটে ১৮৬ রান।
বিজ্ঞাপন
এর আগে, টসে হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করে পাঞ্জাব। দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও শিখর ধাওয়ানের ব্যাটে দুর্দান্ত সূচনা পায় পাঞ্জাব। ৯৭ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। ঝড়ো ফিফটি হাঁকিয়ে ৩২ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫২ রানের দারুণ ইনিংস খেলেন মায়াঙ্ক। এরপর ব্যাটিংয়ে নেমে জনি বেয়ারস্টো ১৩ ও লিয়াম লিভিংস্টোন ২ রানে বিদায় নেন। তবে একপ্রান্ত আগলে রাখেন ধাওয়ান। ১৭তম ওভারে এসে থামেন এই বাঁহাতি ওপেনার। তার ব্যাট থেকে সর্বোচ্চ ৭০ রান।
শেষদিকে, ৬ বলে ১৫ রান করেন শাহরুখ খান। আর জিতেশ শর্মা অপরাজিত থাকেন ১৫ বলে ৩০ রান করে। মায়াঙ্ক আগারওয়াল হন ম্যাচসেরা।