অনেকে হয়তো জানেন না যে, পাকিস্তান ক্রিকেটের তিন সংস্করণের অধিনায়ক বাবর আজমের খালাত ভাই হলেন কামরান আকমল এবং উমর আকমল। প্রসঙ্গটা টানার কারণ হলো, কিছুদিন আগে ইনজামাম-উল হককে দেওয়া এক সাক্ষাতকারে নিজের ক্রিকেটার হিসেবে উঠে আসার গল্প শুনিয়েছেন বাবর আজম। একপর্যায়ে তিনি বলেছেন, ছোটবেলায় তার পরনের জুতা ছিল না। কোনো এক কাজিনের কাছে ধার চাইলেও সে তা দেয়নি।
বিজ্ঞাপন
বাবরের ভাষায়, 'আমি আমার এক ভাইয়ের কাছে এক জোড়া জুতা ধার চেয়েছিলাম। কিন্তু সে আমাকে বলেছিল, তার কাছে নেই। আমি বুঝতে পেরেছিলাম, আমার তার কাছে জুতা চাওয়া উচিত হয়নি। ' এরপর গত জানুয়ারিতে বাবরের বাবা আজম সিদ্দিক ছেলের জুতা চাওয়ার এই ঘটনা নিয়ে ইনস্টাগ্রামে লিখেন, 'একটা বাচ্চা আরেকজনের কাছে জুতা চাইতেই পারে। যার কাছে চেয়েছে তার জুতা নাও থাকতে পারে, আবার সে নাও দিতে পারে। এটা তেমন কোনো ব্যাপার নয়। '
এতদিন পর বিষয়টি নিয়ে মুখ খুললেন বাবরের খালাত ভাই উমর আকমল। ১৬টি টেস্ট, ১২৪টি ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার 'পাক টিভি'কে বলেন, 'আমি জানি না, আমাদের কোন জ্ঞাতি ভাই বাবরকে জুতা দেয়নি। আমাদের আত্মীয়দের মধ্যে যারা ক্রিকেট খেলতে চেয়েছে, আমরা তাদের সবাইকে সাহায্য করে এসেছি। আমি তো কখনোই কাউকে না করিনি। আমার ঘনিষ্টরা এটা খুব ভালো করেই জানে। '