৭০ রানের ইনিংস খেলার পথে হাফিজের একটি শট। ছবি : মীর ফরিদ
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ২৫৫ রানে অল আউট হয়ে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৫৯ রানে দুই ওপেনার রনি তালুকদার (৩৪) ও আব্দুল মজিদকে (১৪) হারানোর পর মোহামেডানের ইনিংসে হাল ধরেন পাকিস্তানি তারকা মোহাম্মদ হাফিজ ও রুবেল মিয়া। দুজনে গড়েন শতাধিক রানের জুটি, ফিফটি হাঁকান দুজনই।
বিজ্ঞাপন
১০১ বলে ৭০ রান করেছেন হাফিজ। মাহমুদ উল্লাহ ৩৭ বলে ৪২ রান করেন। আবাহনীর পক্ষে ৩টি উইকেট নিয়েছেন তানজীম হাসান সাকিব। ৯ ওভারে মাত্র ৩৩ রান দেন তিনি। এ ছাড়া ২টি উইকেট নেন আফিফ হোসেন ধ্রুব।