ফাইল ছবি
ডারবান টেস্টে ২২০ রানের বিশাল হারে দায়ী করা হচ্ছে বাংলাদেশি ব্যাটারদের। একমাত্র মাহমুদুল হাসান জয় ছাড়া কারো ব্যাট থেকেই বড় স্কোর আসেনি। 'টেস্ট স্পেশালিস্ট' হিসেবে পরিচিত অধিনায়ক মমিনুল হকও দুই অঙ্কে যেতে পারেননি। প্রথম ইনিংসে করেন ০ এবং দ্বিতীয় ইনিংসে ২ রান।
বিজ্ঞাপন
তবে টাইগার অধিনায়ক নিজের ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নন। আজ সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মমিনুল বলেন, 'নিজের ফর্ম নিয়ে আমি উদ্বিগ্ন না। কোনোভাবেই আমার মনে হচ্ছে না, আমি খারাপ কোনো অবস্থায় আছি। কোনোভাবেই আমি উদ্বিগ্ন না। একটা ভালো ইনিংস খেললে আমার মনে হয়, আমি আমার ট্র্যাকে চলে আসব। '
তবে ডারবানে দলের ব্যর্থতার ভার নিজের কাঁধেই নিয়েছেন মমিনুল, 'আমার মনে হয়, আমার দায়টা অনেক বেশি ছিল। অধিনায়ক হিসেবে দায়িত্বটা অনেক বেশি ছিল। যেটা আমি নিতে পারিনি দুই ইনিংসেই। প্রথম ইনিংসেও পারিনি, দ্বিতীয় ইনিংসেও পারিনি। আমার কাছে মনে হয়, দায়টা পুরোপুরি আমারই ছিল। দলকে আমি সেভাবে সামনে থেকে নেতৃত্ব দিতে পারিনি। অধিনায়ক হিসেবে দুই ইনিংসেই আমার দলকে আরো ভালোভাবে লিড দেওয়া উচিত ছিল। তাহলে হয়তো ম্যাচের চিত্রটা অন্য রকম হতে পারত। '