প্রথম টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টও ড্র হয়েছে। ইংলিশদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে ম্যাচ বাঁচিয়েছেন ক্যারিবীয় দলপতি ক্রেইগ ব্র্যাথওয়েট। প্রথম ইনিংসে ১৬০ রানের ম্যারাথন ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ব্র্যাথওয়েট খেলেছেন অপরাজিত ৫৬ রানের ইনিংস।
শেষ দিনের শেষ ৬৫ ওভারে জয়ের জন্য উইন্ডিজের করতে হতো ২৮২ রান।
বিজ্ঞাপন
প্রথম ইনিংসে ৪৮৯ বলে ১৬০ রানের পর দ্বিতীয় ইনিংসে প্রায় সোয়া চার ঘণ্টা ব্যাট করে ১৮৪ বলে ৫৬ রান করেছেন ব্র্যাথওয়েট। দুই ইনিংস মিলে ৬৭৩ বলের ম্যারাথন এক ম্যাচ খেলেছেন তিনি। ৬৩ বলে ৩০ রান করে অধিনায়ককে সঙ্গ দিয়েছেন জশোয়া দা সিলভা। ম্যাচসেরার পুরস্কার উঠেছে ব্র্যাথওয়েটের হাতেই।
প্রথম দুই টেস্ট ড্র হওয়ায় গ্রেনাডার সেইন্ট জর্জ স্টেডিয়ামে শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী হয়ে দাড়িয়েছে।