kalerkantho

মঙ্গলবার ।  ১৭ মে ২০২২ । ৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৫ শাওয়াল ১৪৪৩  

ব্র্যাথওয়েটের প্রতিরোধে দ্বিতীয় টেস্টও ড্র

অনলাইন ডেস্ক   

২১ মার্চ, ২০২২ ১২:৫৮ | পড়া যাবে ১ মিনিটেব্র্যাথওয়েটের প্রতিরোধে দ্বিতীয় টেস্টও ড্র

প্রথম টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টও ড্র হয়েছে। ইংলিশদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে ম্যাচ বাঁচিয়েছেন ক্যারিবীয় দলপতি ক্রেইগ ব্র্যাথওয়েট। প্রথম ইনিংসে ১৬০ রানের ম্যারাথন ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ব্র্যাথওয়েট খেলেছেন অপরাজিত ৫৬ রানের ইনিংস।

শেষ দিনের শেষ ৬৫ ওভারে জয়ের জন্য উইন্ডিজের করতে হতো ২৮২ রান।

বিজ্ঞাপন

তবে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৩৫ রানে খেলা শেষ করে স্বাগতিকরা। ফলে ড্র হয় ম্যাচটি। এর আগে, ৬ উইকেটে ১৮৫ রানে লাঞ্চ বিরতির আগে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। জয়ের পথে না হেঁটে ৬৫ ওভারে ৫ উইকেটে ১৩৫ রান করে ড্র'তেই সন্তুষ্ট থাকে ক্যারিবীয়রা।

প্রথম ইনিংসে ৪৮৯ বলে ১৬০ রানের পর দ্বিতীয় ইনিংসে প্রায় সোয়া চার ঘণ্টা ব্যাট করে ১৮৪ বলে ৫৬ রান করেছেন ব্র্যাথওয়েট। দুই ইনিংস মিলে ৬৭৩ বলের ম্যারাথন এক ম্যাচ খেলেছেন তিনি। ৬৩ বলে ৩০ রান করে অধিনায়ককে সঙ্গ দিয়েছেন জশোয়া দা সিলভা। ম্যাচসেরার পুরস্কার উঠেছে ব্র্যাথওয়েটের হাতেই।

প্রথম দুই টেস্ট ড্র হওয়ায় গ্রেনাডার সেইন্ট জর্জ স্টেডিয়ামে শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী হয়ে দাড়িয়েছে।সাতদিনের সেরা