অনেক নাটকের পর সাকিব আল হাসান গেছেন দক্ষিণ আফ্রিকা সফরে। সেখানে তিনি ওয়ানডে আর টেস্ট―দুই ফরম্যাটের জন্যই 'অ্যাভেইলেবল' আছেন বলে মিডিয়ার কাছে স্বীকার করেছেন। তবে গত ১২ মার্চ সেই আলোচিত সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, আফ্রিকা সফরেও সাকিবকে দুই-এক ম্যাচ বিশ্রাম দেওয়া হতে পারে! তবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দাবি করেছেন, এমন কোনো তথ্য তার কাছে নেই।
আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ৬ মার্চ বিজ্ঞাপনী কাজে দুবাই যাওয়ার আগে সাকিব বলে যান, তিনি মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় সফরে যাবেন না। এতে বেজায় চটে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দেওয়া হয়েছিল। তবে গত ১২ মার্চ বিসিবি সভাপতির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাকিব বলেন, 'তিন সংস্করণেই সব সময় দল ডাকলে খেলার জন্য প্রস্তুত থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি অ্যাভেইলেবল। '