kalerkantho

মঙ্গলবার ।  ১৭ মে ২০২২ । ৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৫ শাওয়াল ১৪৪৩  

স্কোয়াড বেছে নিতে কষ্ট হয়েছে কাবরেরার

ক্রীড়া প্রতিবেদক   

১৬ মার্চ, ২০২২ ২১:২০ | পড়া যাবে ১ মিনিটেস্কোয়াড বেছে নিতে কষ্ট হয়েছে কাবরেরার

মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে দুটি ম্যাচের জন্য গতকাল ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন হাভিয়ের কাবরেরা। ২৩ ফুটবলারকে বেছে নেওয়ার জন্য শুরুতে প্রিমিয়ার লিগে খেলা ৪৫ থেকে ৫০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করেছিলেন এই স্প্যানিয়ার্ড। সেখান থেকে ২৩ জনকে বেছে নেওয়া বেশ চ্যালেঞ্জিং ছিল বলে জানান হাভিয়ের কাবরেরা।

আজ বসুন্ধরা কিংস ও সাইফ স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচ দেখতে কিংস অ্যারেনায় এসেছিলেন কাবরেরা।

বিজ্ঞাপন

সেখানেই তিনি বলেন, '২৩ জনের স্কোয়াড বেছে নেওয়া অবশ্যই কষ্টকর ছিল। আমরা প্রথমে ৪৫ থেকে ৫০ জনের একটা সংক্ষিপ্ত তালিকা করি। এরপর সেখান থেকে পারফরম্যান্স বিবেচনা করে ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেছি। যেখানে টেকনিক্যাল স্টাফরাও অনেক সাহায্য করেছে। '

মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রত্যাশা করছেন এই স্প্যানিয়ার্ড, 'দুটি দলই ভালো, মালদ্বীপের বিপক্ষে আমরা শেষ টুর্নামেন্টে খেলেছি। বিশেষ করে সাফে খুবই ভালো প্রথমার্ধ ছিল এবং আশা করি দুটি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। 'সাতদিনের সেরা