বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী শতবর্ষী ইস্ট বেঙ্গল ক্লাবের উচ্চপদস্থ কর্মকর্তারা। আজ বুধবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এর আগে কলকাতায় সায়েম সোবহান আনভীরকে সংবর্ধনা দেয় ইস্ট বেঙ্গল ক্লাব। একই সঙ্গে তাঁকে ক্লাবটির আজীবন সদস্য করা হয়।
বিজ্ঞাপন
সেই অনুষ্ঠানে সায়েম সোবহান আনভীর বলেছিলেন, 'আপনাদের আন্তরিকতা আমাকে শুধু মুগ্ধ করেনি, আমাকে ভালোবাসা দিয়ে কিনে নিয়েছেন। আমিও আপনাদের বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি। এখানে অনেকবার শুনছি এপার বাংলা-ওপার বাংলা। আসলে বাংলা তো একটাই, ভাষা তো এক, মানুষগুলো তো এক, শুধু মাঝখানে একটা লাইন এসে গেছে। তাই বলে খেলা বন্ধ থাকবে? আসেন বাংলাকে খেলাধুলার মাধ্যমে এক করি। আমি চাই শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাবের খেলা হোক। ’