চলতি বছর বার্মিংহামে আয়োজিত কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে অংশগ্রহণ নিশ্চিত করেছেন বাংলাদেশের নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। ৬৪ কেজি ওজন শ্রেণিতে জায়গা করে নিয়েছেন তিনি। এ ছাড়া ৫৫ কেজি ওজন শ্রেণিতে অংশগ্রহণ নিশ্চিত করেছেন আশিকুর রহমান তাজ। বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভারোত্তোলন ফেডারেশনকে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
করোনার ধকল কাটিয়ে গত মাসে অনলাইনে বাছাইয়ে অংশ নেন মাবিয়া আক্তার সীমান্ত। বাছাইয়ে ৬৪ কেজি ওজনে দশম হয়েছিলেন তিনি। বাছাই উতরে কমনওয়েলথে জায়গা করে নেওয়ায় খুব খুশি মাবিয়া, 'অসুস্থ শরীর নিয়েও বাছাই পর্বে অংশ নিয়ে উত্তীর্ণ হয়ে কমনওয়েলথে খেলতে পারছি, তা ভীষণ আনন্দের। বাছাই শেষে হবে কী হবে না হবে তা নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলাম। আল্লাহর কাছে ধন্যবাদ যে শেষ পর্যন্ত পেরেছি। ভারোত্তোলন ফেডারেশনকেও ধন্যবাদ যে তারা অন্তত অনলাইনে আমাদের জন্য বাছাই পর্বের ব্যবস্থা করে দিয়েছে। '
সাফ গেমসে টানা দুইবার স্বর্ণ জেতা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসেও অংশ নিয়েছিলেন।