২০১৫ সালে মাসেই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন জুম্মন লুসাই। কাল না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তাঁর ছোট ভাই জুবেল লুসাই। দুজন একই সঙ্গে আবাহনীর হয়ে হকি খেলেছিলেন।
জুম্মন হয়ে উঠেছিলেন আন্তর্জাতিক তারকা।
বিজ্ঞাপন
জুম্মন-জুবেলরা ছিলেন ছয় ভাই, একটিমাত্র বোন। ছয় ভাইয়ের তিনজনই না-ফেরার দেশে। ডনডন লুসাই মারা গেছেন বেশ কয়েক বছর আগে। হকি খেলেছেন সবাই। মোহামেডানে খেলা রামা লুসাইও ছিলেন তাঁদের আত্মীয়। লুসাই পরিবারের সব খবরাখবর মিলত জুবেলের কাছেই। ২০১৫-তে জুম্মন যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, হাসপাতালের করিডরে দাঁড়ানো জুবেলের সেই বিপন্ন মুখ ভোলার নয়। আজ তিনিও সঙ্গী হলেন ভাইয়ের।