১৯৫০ সাল। লর্ডসে মুখোমুখি ইংল্যান্ড আর উইন্ডিজ। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৩২৬। জবাবে ইংল্যান্ড শেষ ১৫১ রানে।
বিজ্ঞাপন
রামাদিনের বোলিং অ্যাকশন। ছবি : ক্রিকইনফো
মাত্র ১৯ বছর বয়সে পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতার প্রথম ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে উইন্ডিজের হয়ে অভিষেক হয়েছিল রামাদিনের। গতকাল রবিবার ৯২ বছর বয়সে তিনি মারা যান। ১৯৫০ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেই সিরিজে ম্যাঞ্চেস্টার টেস্টে তার অভিষেক হয়েছিল। দুই ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে কারণে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হারে। দুই ইনিংসে দুটি করে উইকেট নিয়েছিলেন রামাদিন। ছবিটা পাল্টে যায় লর্ডসে।
স্যার ডনের সঙ্গে একই ফ্রেমে রামাদিন। ছবি : দ্য গার্ডিয়ান
অফস্পিন করালেও একই বোলিং অ্যাকশনে লেগস্পিন করাতেও সিদ্ধহস্ত ছিলেন রামাদিন। ১৯৫০ সালের সেই সিরিজ জয়ে রামাদিনের পাশাপাশি অবদান রাখেন আলফ ভ্যালেন্টাইন। সিরিজ জয়ের পর তাদের নিয়েই ক্যালিপসো সুরকার লর্ড কিচেনার গান লিখেছিলেন, 'দোজ টু লিটল পালস অব মাইন/রামাদিন অ্যান্ড ভ্যালেন্টাইন। ' প্রয়াত ধারাভাষ্যকার এবং ক্রিকেট ঐতিহাসিক টোনি কোজিয়ার বলেছিলেন, 'তারা ছিলেন একে অপরের যোগ্য পরিপূরক। '
অভিষেক টেস্ট সিরিজে রামাদিন। ছবি : দ্য গার্ডিয়ান
১৯২৯ সালে ত্রিনিদাদের সেন্ট চার্লসে রামাদিন জন্মগ্রহণ করেন। দেশের হয়ে ৪৩টি টেস্ট খেলে শিকার করেন ১৪৩ উইকেট। সেরা বোলিং ফিগার ৪৯ রানে ৭ উইকেট। মূলতঃ অফস্পিন করালেও একই বোলিং অ্যাকশনে লেগস্পিন করাতেও সিদ্ধহস্ত ছিলেন রামাদিন। তাঁর প্রথম শ্রেণির ক্যারিয়ার আরও উজ্জ্বল। ১৮৪ ম্যাচে নিয়েছেন ৭৫৮ উইকেট। মাত্র ১৫ রানে ৮ উইকেট প্রথম শ্রেণিতে তার সেরা বোলিং ফিগার।